You have reached your daily news limit

Please log in to continue


যেভাবে লা লিগা শিরোপা উদযাপন করল বার্সেলোনা

ম্যাচ জয়ের পর মাঠেই উদযাপন হয়েছে এক দফা। ড্রেসিং রুমে ফেরার পর শুরু হয়েছে সত্যিকারের ‘পার্টি।’ পরে সমর্থকদের সামনে ক্লাবের ট্রেনিং কমপ্লেক্সের বারান্দায় নেচে-গেয়ে চলেছে উদযাপন। কেউ আবার বেরিয়ে পড়েছেন রাস্তায়। লা লিগা শিরোপা জয়ের পর রাতভর এভাবেই উৎসব করেছেন বার্সেলোনার খেলোয়াড়রা।

একই শহরের আরেক ক্লাব এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ২-০ গোলের জয়ে দুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা।

২০২৩ সালে এখানেই শিরোপা নিশ্চিতের পর মাঝমাঠে গোল হয়ে নেচে-গেয়ে যখন শিরোপা উদযাপন করছিলেন বার্সেলোনার খেলোয়াড়রা, হঠাৎ করে গ্যালারি ছেড়ে দর্শকদের একটা অংশ তেড়ে যান তাদের দিকে। তড়িঘড়ি করে রবের্ত লেভানদোভস্কি, মার্ক-আন্ড্রে টের স্টেগেনরা ড্রেসিং রুমে চলে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন