
বার্সায় নিজের প্রথম মৌসুমেই তিন শিরোপা জয়ের ‘রহস্য’ জানালেন ফ্লিক
যুগান্তর
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১৭:৩২
পথ হারানোর খুব কাছে ছিল বার্সেলোনা। ক্লাবের ভেতরে-বাইরে সর্বত্রই ছিল বিষাদের সুর। মাঠের যাচ্ছেতাই পারফরম্যান্সের সঙ্গে আর্থিক টানাপড়েন সমর্থকদের হতাশা বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। এমনই এক দুর্যোগপূর্ণ সময়ে বার্সেলোনার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন জার্মান ট্যাকটিশিয়ান হান্সি ফ্লিক।
বায়ার্ন মিউনিখে দুর্দান্ত সময় কাটানোর পর জার্মান জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন। তবে সেখানে খুব একটা কূলকিনারা করতে পারেননি। পরে ধুঁকতে থাকা বার্সেলোনাকেই বানিয়েছেন নিজের ফর্মে ফেরার সারথি। চলতি মৌসুমে তার অধীনে লা লিগা সহ তিনটি শিরোপা জিতেছে কাতালুনিয়ার ক্লাবটি।
এর মধ্যে স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে শিরোপা জয় করেছে বার্সেলোনা। লিগেও রিয়ালকে পেছনে ফেলেই শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে দলটি।
- ট্যাগ:
- খেলা
- বার্সেলোনা
- রিয়াল মাদ্রিদ
- রিয়াল মাদ্রিদ