স্লোভেনিয়ায় এবার চুরি হয়ে গেল মেলানিয়ার ভাস্কর্য, তদন্তে পুলিশ

www.ajkerpatrika.com স্লোভেনিয়া প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১৬:২৪

স্লোভেনিয়ায় মেলানিয়া ট্রাম্পের প্রথম ভাস্কর্যটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর একই স্থানে ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। কিন্তু সেটিও উধাও হয়ে গেছে! এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।


মার্কিন ফার্স্ট লেডির ব্রোঞ্জের ভাস্কর্যটি ২০২০ সালে তাঁর জন্ম শহর সেভনিকার কাছে উন্মোচন করা হয়। এর আগে একটি কাঠের ভাস্কর্য সেখানে স্থাপন করা হয়েছিল। কিন্তু অগ্নিসংযোগে সেটি ধ্বংস হয়ে যায়। ভাস্কর্যটি একটি গাছের গুঁড়ির ওপর স্থাপন করা হয়েছিল। ফলে ভিত্তিসহ ভাস্কর্যটি পুড়ে ছাই হয়ে যায়।


পুলিশের মুখপাত্র অ্যালেনকা ড্রেনিক রাঙ্গুস গতকাল বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, গত ১৩ মে ভাস্কর্যটি চুরির খবর পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।


ব্রোঞ্জের ভাস্কর্যটির নির্মাতা আমেরিকান শিল্পী ব্র্যাড ডাউনি জানান, ভাস্কর্যটি পায়ের গোড়ালি থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে।


জার্মানিতে একটি নতুন প্রকল্পের প্রস্তুতি নেওয়ার সময় ডাউনি চুরির খবরটি জানতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও