বাড়ির দরজায় কড়া নাড়ে কুমির

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১৪:১৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য শুধু সূর্য, সৈকত আর ডিজনিল্যান্ডের জন্য বিখ্যাত নয়। সেখানে কুমিরসহ নানা প্রাণীর আনাগোনাও দেখা যায়। নানা সময় জনপদে গিয়ে ধরা পড়ে অজগর, কুমিরসহ নানা প্রাণী। তাই বলে কুমির চলে যাবে একেবারে ঘরের দরজায়। এমনই ঘটেছে এই রাজ্যে। সম্প্রতি ফ্লোরিডার লি কাউন্টির টরটুগা এলাকায় একটি কুমির একটি বাড়ির দরজায় পৌঁছে সবাইকে হতবাক করে দিয়েছে।


লি কাউন্টি শেরিফ অফিসের ডেপুটিরা খবর পান যে একটি কুমির বাড়ির বারান্দায় বারান্দায় ঘুরছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কুমিরটি একটি ফোল্ডিং চেয়ারের নিচে মাথা ঢুকিয়ে দিয়েছে। এরপর সেই চেয়ার টেনে নিয়ে একের পর এক দরজায় আঘাত করে যাচ্ছে।


পরে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কমিশনের এক অভিজ্ঞ ট্র্যাপার ও ডেপুটিরা মিলে কুমিরটিকে ধরে নিরাপদে স্থানান্তর করেন। কিন্তু এখানেই শেষ নয়। প্রায় একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে ফ্লোরিডার জ্যাকসনভিলের রাজপথেও।


ইউএস টুডের প্রতিবেদনে বলা হয়, জ্যাকসনভিলের রাজপথে একটা বিশাল কুমির মাঝরাস্তা ধরে হাঁটছিল। তখন শ্রমজীবী এক লোক জঙ্গলের রঙের ছদ্মবেশী (কেমোফ্লাজ) একটি প্যান্ট পরে কুমিরটির গলায় দড়ি দিয়ে ধরে ফেলেন! এরপর তিনি কুমিরের পিঠে বসে সেটিকে নিয়ন্ত্রণে আনেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও