You have reached your daily news limit

Please log in to continue


অলিম্পিকস ক্রিকেট নিয়ে জটিলতা, ‘ন্যায্য ও স্বচ্ছ’ পথ চায় উইন্ডিজ

২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে কি অংশ নিতে পারবেন ক্যারিবিয়ানরা? প্রশ্নটির উত্তর এখনও দাঁড়িয়ে অনিশ্চিত ও জটিল এক মোড়ে। সেটা অনুভব করতে পেরেই আইসিসির কাছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের অনুরোধ, অলিম্পিকসের বাছাই প্রক্রিয়ায় যেন ন্যায্য ও স্বচ্ছ পথ অনুসরণ করা হয়।

লস অ্যাঞ্জেলস অলিম্পিকস দিয়ে ১২৮ বছর পর ক্রিকেট ফিরছেন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবে। ছেলে ও মেয়েদের ক্রিকেটে ছয়টি করে দলে অংশ নেবে এই আসরে। সেই ছয়টি দল বাছাইয়ের প্রক্রিয়া এখনও জানায়নি

আইসিসি। এই বছরই তা চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।

২০২৮ অলিম্পিকসে ক্রিকেটকে রাখার জন্য যখন জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল আইসিসি, তখন সংস্থাটির প্রস্তাবনা ছিল একটি নির্দিষ্ট তারিখে (কাট-অফ ডেট) টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ছয়টি দল সুযোগ পাবে এই আসরে।

শেষ পর্যন্ত র‌্যাঙ্কিং দিয়েই যদি বাছাই প্রক্রিয়া চূড়ান্ত হয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা এখনও পর্যন্ত উজ্জ্বল। ছেলেদের র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে তারা আছে পাঁচ নম্বরে, মেয়েদের র‌্যাঙ্কিংয়ে ছয়ে।

তবে মূল সমস্যা হলো, অলিম্পিকসে ওয়েস্ট ইন্ডিজের অংশগ্রহণের কোনো সুযোগই নেই। কারণ এটি কোনো দেশ নয়! ক্যারিবিয়ার দ্বীপপুঞ্জের দেশগুলি একত্রে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ নামে খেলে থাকে। কিন্তু অলিম্পিকসে খেলতে পারে কেবল সার্বভৌম দেশ। ক্যারিবিয়ানের দেশগুলি নিজেদের নামেই অলিম্পিকসের নানা ইভেন্টে অংশ নিয়ে আসছে যুগ যুগ ধরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন