রাতভর আন্দোলনে সরব জবি শিক্ষকরাও

জাগো নিউজ ২৪ কাকরাইল প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০৮:৪০

চার দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান অবস্থান কর্মসূচি রাতেও চলছে। রাতভর এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।


বৃহস্পতিবার (১৫ মে) দিনভর আন্দোলনের পর গভীর রাতেও কাকরাইল মসজিদ মোড়ে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান করছেন।


আন্দোলনে যোগ দেওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম জুয়েল বলেন, শুরু থেকেই এই আন্দোলনে আমাদের শিক্ষকদের সমর্থন ছিল। কাল আমাদের শিক্ষার্থীরা মার খেয়েছে। আজ দিনভর আমাদের অনেক শিক্ষক ছিল। চলমান কর্মসূচি শিক্ষার্থীদের পাশে থাকা দায়িত্ব। আন্দোলন চলছে, চলবে।


এদিকে কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ছেন। কেউবা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। পাশাপাশি গান-আর আড্ডায় মেতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে যমুনা অভিমুখে সংলগ্ন সড়কে পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও