এজেন্ট ব্যাংকিংয়ে আমানত বেড়েছে ১৬ শতাংশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০৮:৩৯

চলতি বছরের মার্চ মাস শেষে এজেন্ট ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেড়েছে; আর ঋণ বিতরণ বেড়েছে ৬১ শতাংশের মত।


বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এজেন্ট ব্যাংক সম্পর্কিত ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, চলতি বছর মার্চ পর্যন্ত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৬৩ কোটি ৩০ লাখ টাকা। আর আগের বছর একই সময় আমানত ছিল ৩৬ হাজার ৮৭০ কোটি টাকা।


অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে প্রায় ৬ হাজার ৯৩ কোটি টাকা।


কোনো ব্যাংকের শাখা নেই, এমন এলাকায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিংয়ের বিধিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।


এরপর ২০১৫ সালের ৬ জানুয়ারি এক সার্কুলারে গ্রামের পাশাপাশি শহরাঞ্চলেও এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন দেওয়া হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও