
২ ম্যাচ বাকি থাকতেই বার্সেলোনাকে শিরোপা জেতালেন ইয়ামাল
এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়েই লা লিগার শিরোপা প্রায় পুনরুদ্ধার করে ফেলে বার্সেলোনা। তাদের কেবল ২ পয়েন্ট প্রয়োজন ছিল। মৌসুমের দুই ম্যাচ বাকি থাকতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে কাতালানদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করলেন লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়ে আরেকটি করিয়েছেন। যার সুবাদে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে ২৮তম লা লিগা জিতল বার্সেলোনা।
গতকাল (বৃহস্পতিবার) রাতে প্রতিপক্ষের মাঠ আরসিডিই স্টেডিয়ামে প্রথমার্ধে সেভাবে সুবিধা করতে পারছিলেন না ইয়ামাল। দ্বিতীয়ার্ধে তিনি কাতালানদের চিরচেনা ছন্দে ফেরালেন। তার পাশাপাশি এক গোল করে বার্সার জয় নিশ্চিত করেছেন ফার্মিন লোপেজ। গত মৌসুমে লা লিগায় ৩৬তম শিরোপা জিতেছিল রিয়াল। এবার তাদের দুইয়ে রেখে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা শিরোপা পুরুদ্ধার করল।
রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোয় ৪-৩ গোলে জয়ের ম্যাচ থেকে এদিন কয়েকটি পরিবর্তন নিয়ে একাদশ সাজান ফ্লিক। শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও প্রথম সুযোগটা পায় স্বাগতিক এস্পানিওল। তবে চতুর্থ মিনিটে তাদের উর্কো গঞ্জালেসের নেওয়া নিচু শটটি লক্ষ্যে ছিল না। হঠাৎ করেই সপ্তম মিনিটে রেফারি খেলা বন্ধ করে দেন। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে দর্শকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়াকে কেন্দ্র করে স্পিকারে সতর্কতা দেওয়ার পরই ফের বল মাঠে গড়ায়।
- ট্যাগ:
- খেলা
- স্প্যানিশ লা লিগা
- লামিনে ইয়ামাল