You have reached your daily news limit

Please log in to continue


আনোয়ারায় চীনের অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজে অগ্রগতি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল তৈরির কাজ শুরুর প্রায় এক দশক পরে তা আবার গতি পেয়েছে। কারণ, ঢাকা ও বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায়। ট্রাম্পের শুল্কনীতির খড়গ থেকে বাঁচতে চীনা নির্মাতারা বাংলাদেশে কারখানা সরানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত ৭৮৪ একর জমির মধ্যে প্রায় ৬০ একর জমি বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ইউটিলিটি সার্ভিসও চালু হচ্ছে। চট্টগ্রাম ওয়াসা পানি সরবরাহের পাইপলাইন বসিয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শিল্পাঞ্চলের কাছাকাছি গ্যাস স্টেশন স্থাপন করেছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রশাসনিক ভবন ও দুটি সংযোগ সড়ক তৈরি করেছে।

কয়েকজন চীনা নির্মাতা শিল্পাঞ্চলটি পরিদর্শন করেছেন। কর্মকর্তাদের আশা, প্রায় ২০০ সম্ভাব্য চীনা বিনিয়োগকারী শিগগির এই অঞ্চলটি পরিদর্শন করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন