দেশের বাজারে টেকনোর নতুন দুই ল্যাপটপ

প্রথম আলো প্রকাশিত: ১৫ মে ২০২৫, ২২:০৪

দেশের বাজারে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস মডেলের ল্যাপটপ এনেছে টেকনো। ১৪ ও ১৬ ইঞ্চি পর্দার ল্যাপটপ দুটিতে ইন্টেলের ১৩তম প্রজন্মের ও এএমডি রাইজেন প্রসেসর থাকায় একই সঙ্গে একাধিক কাজ করা যায়। ল্যাপটপ দুটির দাম যথাক্রমে ৫২ হাজার ৫০০ টাকা ও ৬৩ হাজার টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেগাবুক টিওয়ান ১৪ মডেলের ল্যাপটপটিতে ১৬ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ৬৫ ওয়াট জিএএন সুপার–ফাস্ট চার্জার থাকায় ল্যাপটপটি দ্রুত চার্জ করা যায়। ল্যাপটপটির ব্রাইটনেস ৩০০ নিটস এবং অ্যাসপেক্ট রেশিও ১৬ বাই ১০, ফলে সহজেই উন্নত মানের ছবি ও ভিডিও দেখা যায়। টেকনো ভোক সাউন্ড সিস্টেমের পাশাপাশি ল্যাপটপটিতে ডিটিএস এক্স আলট্রা ইমারসিভ সাউন্ডের সুবিধাও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও