ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, তুরস্কে আয়োজিত শান্তি আলোচনায় রাশিয়া একটি 'ডামি' প্রতিনিধি দল পাঠিয়েছে, যাদের তেমন কোনও কর্তৃত্ব বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই বলে তার মনে হয়েছে।
ইউক্রেইন যুদ্ধ অবসানে তিন বছরের মধ্যে প্রথম মস্কো ও কিইভের সরাসরি শান্তি আলোচনা বৃহস্পতিবার আয়োজন করা হয় তুরস্কের ইস্তাম্বুলে। রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘কোনও শর্ত ছাড়া’ ইউক্রেইনের সঙ্গে এই আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন।
কিন্তু পরে খবর পাওয়া যায় যে, বৈঠকে যাচ্ছেন না পুতিন। এর বদলে রাশিয়া অভিজ্ঞ টেকনোক্রেটদের একটি দল সেখানে পাঠাচ্ছে।