সাবিনা খাতুন ও মনিকা চাকমা গোল করলেন মুড়ি-মুড়কির মতো। ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়াও কম গেলেন না, তারাও উপহার দিলেন হ্যাটট্রিক। স্যামতসেকে গোল বন্যায় ভাসিয়ে দিল তাদের দল পারো এফসি।
ভুটানের উইমেন’স লিগে বৃহস্পতিবার পারো এফসি জিতেছে ২৮-০ গোলে। এর মধ্যে বাংলাদেশের চার তারকাই করেছেন ২৫ গোল! সাবিনা ৯টি, মনিকা ৭টি, সুমাইয়া ৫টি ও ঋতুপর্ণা ৪টি গোল করেছেন।
অষ্টম মিনিটে সতীর্থের ছোট থ্রু পাস ধরে এক ছুটে বক্সে ঢুকে নিখুঁত শটে গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন সাবিনা। ২৬তম মিনিটে দ্বিতীয় গোলের পর ৩১তম মিনিটে বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে আলতো টোকায় হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড।