দুই উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনে নেমেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। দুটি উইকেটই তুলে নেন খালেদ আহমেদ, আগের দিন চার উইকেট পাওয়া পেসারের উইকেট হয়ে যায় ছয়টি। নিউজিল্যান্ড ‘এ’ ৩০ রান যোগ করে প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৬ রানে। সিলেটে প্রথম বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনের বাকি গল্পটা বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসানের।
বাকি ব্যাটসম্যানেরা কেউ ফিফটি করতে না পারলেও এই উইকেটকিপার–ব্যাটসম্যান মাঠ ছেড়েছেন সেঞ্চুরি করে। এরপরও অবশ্য বাংলাদেশ ‘এ’ দল দিনশেষে পিছিয়ে আছে। তৃতীয় দিন নুরুলের দল মাঠে নামবে ৮ উইকেটে ২৪৯ রান নিয়ে।