
টেস্ট ছাড়ার পরও কমছে না রোহিত-কোহলির বেতন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১৯:৪৮
কেন্দ্রীয় চুক্তিতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে এ প্লাস ক্যাটাগরিতে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বছরে তাদের ৭ কোটি টাকা করে দেবে বিসিসিআই। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও তাদের বেতন কমছে না। এমনটাই জানিয়েছেন বোর্ডের সচিব দেবজিত শইকিয়া।
রোহিত এবং কোহলি টেস্ট থেকে অবসর ঘোষণা করার আগেই বোর্ড বার্ষিক চুক্তি ঘোষণা করেছিল। ফলে এখন অবসর নিলেও তাদের সেই চুক্তিতে কোনো পরিবর্তন হচ্ছে না।
সংবাদ সংস্থা এএনআইকে শইকিয়া বলেন, 'কোহলি এবং রোহিতের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটাই থাকছে। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও কোনও চুক্তি বদল হচ্ছে না। ওরা ভারতীয় ক্রিকেটের অংশ। যে সুযোগ সুবিধা ওরা পাচ্ছে, সেটাই পাবে।'
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেটার
- খেলোয়াড়
- বিরাট কোহলি