
ঐকমত্য কমিশনের কিছু প্রস্তাব মানা কঠিন: বাসদ
জাতীয় ঐকমত্য কমিশনের কিছু প্রস্তাব মানা রাজনৈতিক দলগুলোর জন্য `চ্যালেঞ্জিং’ বলে মনে করছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের শুরুতে দলটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এ কথা বলেন।
তিনি বলেন, "প্রতিবেদনের কিছু বিষয় রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জিং। সেগুলোতে ঐকমত্যে পৌঁছানো খুব দুরূহ ব্যাপার। সেগুলো বিরোধাত্মক অনেকটা রাজনৈতিক দলগুলোর মধ্যে।
“মৌলিক বিরোধগুলো বাদ রেখে কাছাকাছি ও আংশিক ঐকমত্য (যেখানে) আছে, আলাপ-আলোচনার মাধ্যমে (যেখানে) ঐকমত্য পৌঁছান যাবে, সেগুলো নিয়ে সামনে অগ্রসর হতে হবে।”
বজলুর রশীদ ফিরোজ বলেন, "জাতির পরিবর্তনের আকাঙ্ক্ষা হল– যেমন ছিল, যেমন চলছে– সেইভাবে বাংলাদেশ চলতে পারে না। নিশ্চয় কিছু না কিছু পরিবর্তন সাধন করতে হবে। পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।
“রাজনৈতিক দলগুলো ও দেশের শাসন কাঠামোর মধ্যে যেমন পরিবর্তন করতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং কর্মকাণ্ডের মধ্যে পরিবর্তন আনতে হবে, মানসিকতার ক্ষেত্রেও পরিবর্তন করতে হবে। তা না হলে সামাজ, জনগোষ্ঠী গ্রহণ করবে না। আমরা মনে করি পরিবর্তন অভশ্যম্ভাবী, পরিবর্তন সম্ভব এবং পরিবর্তন করতে হবে।"