কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা মুক্তি পেতে নিয়মিত খান ৫ ফল

যুগান্তর প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১৪:০৯

আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। এর জন্য আপনি মাঝে মধ্যেই ওষুধ খান। এবার ওষুধ খাওয়া বন্ধ করে নিয়মিত কয়েকটি ফল খাওয়ার অভ্যাস তৈরি করুন। দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা লাঘব হবে।


চিকিৎসক ও পুষ্টিবিদদের একাংশ জানিয়েছেন, দৈনন্দিন জীবনধারায় পরিবর্তনের সাহায্যেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই দূর করা সম্ভব। এ জন্য আপনার চিন্তাশীল মনমানসিকার পরিবর্তন আনতে হবে। চিন্তামুক্ত থেকে প্রতিদিন নিয়মিত কয়েকটি ফল খাওয়ার অভ্যাসে পরিণত করতে হবে। কয়েকটি পরিচিত ফল খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ ফলগুলো ফাইবারে পরিপূর্ণ। ফলে তা পেট পরিষ্কার করতে সাহায্য করে।


১. পেঁপে


কাঁচা কিংবা পাকা পেঁপে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। পেঁপের মধ্যে উপস্থিত প্যাপাইন নামক এমজাইম জটিল প্রোটিনকে ভেঙে খাবার হজমে সাহায্য করে। পেঁপের মধ্যে জলের পরিমাণও বেশি থাকে, য়া মলকে নরম করতে সাহায্য করে।


২. খেজুর


কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে নিয়মিত খেজুর খান। কারণ খেজুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডায়েটরি ফাইবার থাকে। খেজুরের মধ্যে উপস্থিত প্রাকৃতিক গ্লুকোজ ও  ফ্রুকটোজ পেটের স্বাস্থ্য ভালো রাখে। রাত্রে ভিজিয়ে রাখা খেজুর পর দিন সকালে খেতে পারলে কোষ্ঠকাঠিন্যের দূর হতে পারে।


৩. নাশপাতি


নাশপাতির মধ্যে প্রচুর পরিমাণে সরবিটল থাকে। প্রতিদিন একটি করে নাশপাতি খেতে পারলে পেট ভালো থাকে। কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাওয়া যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও