গুগল ম্যাপসে ‘গালফ অব মেক্সিকো’র নাম বদলে ফেলায় গুগলের বিরুদ্ধে মামলা মেক্সিকোর

প্রথম আলো মেক্সিকো প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১৩:৪২

গুগল ম্যাপসে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব মেক্সিকো’র বদলে ‘গালফ অব আমেরিকা’ দেখা যাওয়ায় গুগলের বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো। বিতর্কের সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশ থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি দেশটির ফেডারেল সংস্থাগুলোকে ‘গালফ অব মেক্সিকো’র পরিবর্তে ‘গালফ অব আমেরিকা’ নাম ব্যবহার করার নির্দেশ দেন। ট্রাম্পের এই আদেশের পর গত ফেব্রুয়ারি মাসে নিজেদের মানচিত্রে ‘গালফ অব মেক্সিকো’র নাম বদলে ফেলে গুগল। নতুন এ পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা গুগল ম্যাপসে উপসাগরটির নাম ‘গালফ অব আমেরিকা’ দেখতে পেলেও মেক্সিকোতে বসবাসকারীরা আগের নাম অর্থাৎ ‘গালফ অব মেক্সিকো’ দেখতে পাচ্ছেন। শুধু তা–ই নয়, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বাদে অন্য দেশ থেকে ‘গালফ অব মেক্সিকো’র নাম গালফ অব মেক্সিকো (গালফ অব আমেরিকা) দেখা যাচ্ছে।


গুগলের এ সিদ্ধান্তকে একতরফা ও আন্তর্জাতিক নিয়মবহির্ভূত বলে মন্তব্য করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। সম্প্রতি দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোনো দেশ আন্তর্জাতিক জলসীমাসংলগ্ন কোনো ভূখণ্ডের নাম একতরফাভাবে পরিবর্তন করতে পারে না। যুক্তরাষ্ট্র যদি তাদের অভ্যন্তরীণ কোনো রাজ্য, পাহাড় কিংবা হ্রদের নাম পরিবর্তন করে, সেটা তাদের বিষয়। কিন্তু যে অংশ মেক্সিকো বা কিউবার সীমানার মধ্যে পড়ে, সেটির নাম তারা ইচ্ছেমতো পাল্টাতে পারে না।’


রিও গ্র্যান্ড নদীর মধ্যবিন্দু ধরে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সমুদ্রসীমা নির্ধারিত হয়েছে। এই উপসাগর ঘিরে রয়েছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কিউবার উপকূলরেখা। মেক্সিকো সরকারের দাবি, এ উপসাগরের নাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ‘গালফ অব মেক্সিকো’ নামটি বহু যুগ ধরে প্রচলিত। গুগলের এই নাম পরিবর্তনের ফলে আন্তর্জাতিক ভৌগোলিক বাস্তবতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হচ্ছে। এর আগে গুগলকে বিষয়টি নিয়ে সতর্ক করেছিল মেক্সিকো সরকার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও