২৫ মিনিটের বেশি চুলে ঝুলে বিশ্ব রেকর্ড

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১১:১৭

যুক্তরাষ্ট্রের বাসিন্দা লাইলা নুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে যে কাণ্ড করেছেন, তা শুনে আপনার চোখ কপালে উঠতে পারে। তিনি ২৫ মিনিট ১১ সেকেন্ডের বেশি সময় নিজের চুলে ঝুলে ছিলেন। শুনতে যেমনই মনে হোক, কাজটি কিন্তু একেবারেই সহজ নয়, বেশ কঠিন এবং ঝুঁকিপূর্ণ। যে কারণে লিলার এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে বাড়িতে এ কাজের চেষ্টা বিপজ্জনক হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।


লিলা একজন সার্কাসশিল্পী। তিনি ২০২৪ সালের জুনে ক্যালিফোর্নিয়ার মনোরম রেডউড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্কে তাঁর পনিটেইলে ২৫ মিনিট ১১ দশমিক ৩০ সেকেন্ড ঝুলে থেকে সবচেয়ে দীর্ঘ সময় চুলে ঝুলে থাকার রেকর্ড গড়েছেন। এক দশকের বেশি সময় ধরে এই রেকর্ড অক্ষত ছিল।


লিলা গত বছর এই কাজ করলেও ১৩ মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে তাঁর রেকর্ড গড়ার খবরটি প্রকাশিত হয়।


এর আগে ২০১১ সালে অস্ট্রেলিয়ার সুথাকরণ সিবাজ্ঞানাথুরাই ২৩ মিনিট ১৯ সেকেন্ড চুলে ঝুলে থেকে ওই রেকর্ড গড়েছিলেন। ১৩ বছর পর তাঁর রেকর্ডই ভাঙেন ৩৯ বছর বয়সী লাইলা। এই রেকর্ড ভাঙতে তিনি দুই বছর টানা কঠোর অনুশীলন করে গেছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও