মওলানা ভাসানী যদি বেঁচে থাকতেন!

যুগান্তর ড. মাহবুব উল্লাহ প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১০:৩১

গঙ্গা একটি আন্তর্জাতিক নদী। এটি ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। ভারতে নদীটির নাম গঙ্গা আর বাংলাদেশে পদ্মা। পদ্মা মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।


ভৌগোলিকভাবে গঙ্গা নদীর উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। শীত মৌসুমে হিমবাহটি বরফ জমে স্ফীত হয় এবং শুষ্ক মৌসুমে বরফ গলে গঙ্গা নদীতে পড়ে। মৌসুমি বৃষ্টির সময় গঙ্গার প্রবাহ সর্বোচ্চ মাত্রায় পৌঁছে। তারপর বৃষ্টিক্ষীণ অথবা বৃষ্টিহীন দিনগুলোতে এ নদীর প্রবাহ হ্রাস পায়।


পৌরাণিক কাহিনি অনুযায়ী, গঙ্গার উৎপত্তি মহাদেবের জটা থেকে। পশ্চিমবঙ্গের এক গায়ক গেয়েছেন, ‘নেমেছিল গঙ্গা নদী মহাদেবের জটা থেকে, দুঃখ পেলেম হেথায় তাকে কলের জলে বন্দি দেখে।’ গানটির রচয়িতার দুঃখ, গঙ্গার পবিত্র জলকে পৌর করপোরেশন শহরে জল সরবরাহের জন্য পাইপের মধ্যে বন্দি করেছে। এ গীতিকার ফারাক্কা বাঁধের কথা ভাবেননি। ফারাক্কায় গঙ্গা নদীতে বাঁধ দিয়ে ভারত নদীটির স্বাভাবিক প্রবাহ রুদ্ধ করে শেষ বিচারে ভারত ও বাংলাদেশ উভয় দেশের জনগণের জন্য মহাসর্বনাশ ডেকে এনেছে। ভূ-রাজনীতির কূটচালে উভয় দেশের জনগণই বন্দি। তার সঙ্গে বলিদান করা হয়েছে দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্ব ও সম্প্রীতিকে।


ভারত আন্তর্জাতিক আইন ও নীতি-নৈতিকতার তোয়াক্কা করে না। তাই ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানিবণ্টন সমস্যার সন্তোষজনক সমাধান নিকট ভবিষ্যতে আশা করা দুরাশামাত্র। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতো নেতা যদি আজও বেঁচে থাকতেন, তাহলে স্লোগান তুলতেন, ‘মরণবাঁধ ফারাক্কা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’। তিনি রাষ্ট্রীয় ক্ষমতাসীন কোনো ব্যক্তি ছিলেন না। কিন্তু রাষ্ট্রক্ষমতাকে জনগণের পক্ষে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে কাজে লাগাতে তার জুড়ি ছিল না।



ভারতের একতরফা গঙ্গার পানি প্রত্যাহারের কারণে যে শুধু বাংলাদেশের পরিবেশের ক্ষতি হচ্ছে তা নয়; বরং এর ফলে বাংলাদেশের কৃষি, শিল্প, বন ও নৌপরিবহণ ব্যবস্থাও ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এ বিষয়টি প্রথম আলোচনায় আসে ২৯ অক্টোবর ১৯৫১ সালে। তৎকালীন পাকিস্তান সরকার গ্রীষ্মকালে গঙ্গা নদী থেকে বিপুল পরিমাণ পানি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদী পুনরুজ্জীবত করার জন্য অপসারণ করার ভারতীয় পরিকল্পনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে। ভারত জবাব দেয়, তাদের এ পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে আছে এবং এর ফলাফল সম্পর্কে পাকিস্তানি উদ্বেগ একটি তত্ত্বীয় ব্যাপার। সেই থেকে গঙ্গার পানিবণ্টন নিয়ে দীর্ঘ আলাপ-আলোচনা শুরু। ১৯৭০ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান এ বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে অনেক আলোচনা করে। কিন্তু এ আলোচনা যখন চলছিল, তখন ভারত ফারাক্কা বাঁধের নির্মাণকাজ অব্যাহত রাখে এবং ১৯৭০ সালে এর কাজ সমাপ্ত করে। বাঁধটির অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৬ দশমিক ৫ কিলোমিটার দূরে অবস্থিত।


১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানিবণ্টন নিয়ে এক যৌথ বিবৃতি দেন। এ সম্মেলনে সিদ্ধান্ত হয়, উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার ২১ এপ্রিল ১৯৭৫ থেকে ২১ মে ১৯৭৫ ভারতকে গঙ্গা থেকে ৩১০ থেকে ৪৫০ কিউসেক পানি অপসারণের অনুমতি দেয়। কিন্তু তারপর ভারত এ নিয়ে কোনো রকম আলোচনা করতে অরাজি থাকে। সেই যে একটি নির্দিষ্ট সময়ের জন্য গঙ্গা থেকে ফিডার ক্যানেল দিয়ে পানি প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়, তা ভারত আজও অব্যাহত রেখেছে।


মওলানা ভাসানীর দীর্ঘ রাজনৈতিক জীবনে অন্যতম একটি প্রধান ঘটনা হচ্ছে ফারাক্কা লংমার্চ সংঘটিত করা। মওলানা সাহেব যখন ফারাক্কা লংমার্চের নেতৃত্ব দেন, তখন তার বয়স ৯০ বছরের বেশি। ১৯৭৬ সালের গোড়ার দিকে মওলানা ভাসানী বার্ধক্যজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ’৭৬-এর ১৮ এপ্রিল হাসপাতাল থেকে ফেরার পর তিনি ঘোষণা দেন, ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে, তাহলে তিনি লংমার্চ করবেন। তার এ কর্মসূচি জনগণকে চমকে দিয়েছিল। তার যে বয়স, সে বয়সে কারোর লংমার্চের মতো কর্মসূচি পালনের কথা নয়। তিনি ঘোষণা দেন ১৬ মে রাজশাহী শহর থেকে লংমার্চ শুরু করবেন। প্রাথমিকভাবে ১৯৭৬ সালের ২ মে মওলানা ভাসানীকে প্রধান করে ৩১ সদস্যবিশিষ্ট ‘ফারাক্কা মিছিল পরিচালনা জাতীয় কমিটি’ গঠন করা হয়। এরপর এ কমিটির সংখ্যা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ফারাক্কা মিছিলকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ব্যাপক সাড়া পড়ে যায়। মিছিল শুরু করার আগে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একাধিক পত্র বিনিময় হয়েছিল। এ চিঠিগুলো কূটনৈতিক পরিশীলতায় ঋদ্ধ এবং যার যার অবস্থান থেকে অনড়। ভারত ও বাংলাদেশের কূটনীতির ইতিহাসে এ চিঠিগুলোর গুরুত্ব কখনোই হারিয়ে যাবে না। মওলানা ভাসানী সব প্রতিকূলতা সত্ত্বেও তার ফারাক্কা মিছিল চালিয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও