পাকিস্তান কি ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, সর্বশেষ কী জানা গেল
প্রথম আলো
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ২২:১২
ভারত ও পাকিস্তানের মধ্যে আকস্মিক সামরিক সংঘাতের চার দিন পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হলেও যুদ্ধক্ষেত্রের কিছু গুরুত্বপূর্ণ দাবি এখনো অমীমাংসিত রয়ে গেছে।
তেমনই একটি হচ্ছে ভারতীয় বিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবি। দেশটি দাবি করছে, ভারতের হামলার জবাবে সংঘাতের প্রথম দিন ৭ মে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
এখন সংঘাত-সংঘর্ষে বিরতি এলেও শুরু হয়েছে দুই দেশের কথার লড়াই। এই প্রেক্ষাপটে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা পাকিস্তানের ওই দাবির নানা দিক পর্যালোচনা করেছে। সেই পর্যালোচনায় কী জানা গেছে, সে সবই উঠে এসেছে প্রতিবেদনে। আর পাকিস্তানের দাবি সত্যি হয়ে থাকলে কেন সেটা গুরুত্বপূর্ণ—সেটাও উঠে এসেছে এই প্রতিবেদনে।