‘আজ অনেকে সংস্কারের কথা বলে, কিন্তু অতীতের দিকে তাকিয়ে দেখেন, সংস্কারের দলই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংস্কার দিয়েই যার যাত্রা শুরু। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র এই দেশে প্রথম যিনি দিয়েছিলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জনগণের অধিকার আদায়ের এই ধারাবাহিকতায় দেশনেত্রী খালেদা জিয়া প্রেসিডেনশিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্ট্রি ফর্ম অব গভর্নমেন্ট করেছিলেন, এটি অত্যন্ত বড় সংস্কার ছিল।’
আজ বুধবার দুপুরে মৌলভীবাজার শহরের একটি কনভেনশন হলে জেলা বিএনপি আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। অতীতে বিএনপির অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, আজ নারীশিক্ষায় অগ্রগতি, নারীদের ক্ষমতায়ন প্রতিটি ক্ষেত্রে অবদান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। কাজেই সংস্কারে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে বলেই তত্ত্বাবধায়ক সরকারপ্রথা সংবিধানে সন্নিবেশিত করে।