শুধু শরীরের জন্যই খারাপ নয়, মস্তিষ্কের গঠনের পরিবর্তন ঘটাতে পারে বেশি সময় কাজ করলে।
‘বিএমজে’ সাময়িকীতে প্রকাশিত সাম্প্রতিক গবেষণার ফলাফলে এমনটাই দাবি করা হয়।
দক্ষিণ কোরিয়ার ‘চুং-আং ইউনিভার্সিটি’ এবং ‘ইওনসেই ইউনিভার্সিটি’র দুজন বিজ্ঞানী এই গবেষণা চালান। যেখানে বলা হয়- যারা অতিরিক্ত কাজ করেন তাদের মানসিক ও শারীরিকভাবে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, পাশাপাশি থাকে বিশ্রামের অপ্রতুলতা।
গবেষকরা ১১০ জন স্বাস্থ্যকর্মীর ওপর এই পর্যবেক্ষণমূলক গবেষণা চালানোর সময় দুটি দলে ভাগ করেন। একটি ‘অতিরিক্ত কাজ করা’ অন্যটি ‘অতিরিক্ত কাজ না করা’।