বিসিবি নির্বাচন: সম্ভাব্য সভাপতিপ্রার্থী তামিম ইকবাল, ফারুক আহমেদ ও কুতুবউদ্দিন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ মে ২০২৫, ২০:৫৮

আজ সকালেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একটি বহর চলে গেছে আরব আমিরাতের দুবাইতে। বিকেল ৫টায় শেষ বহরটি দুবাইর উদ্দেশ্য বিমানে উঠেছে। সেখানে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আরব আমিরাত থেকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কি পাকিস্তান যাবে টাইগাররা? বাংলাদেশের ক্রিকেট ভক্ত, সমর্থকদের মনে সে প্রশ্নই উঁকি-ঝুঁকি দিচ্ছে বেশি।


কিন্তু এর পাশাপাশি দেশের কোটি ক্রিকেট অনুরাগীর চোখ অন্যদিকে। তাদের কৌতূহলী জিজ্ঞাসা, ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন কবে? সে নির্বাচনের সম্ভাব্য রূপরেখাই বা কী হতে যাচ্ছে? কারা সম্ভাব্য প্রার্থী? আগামী চার বছর বিসিবির পরিচালনা পর্ষদে দেখা যাবে কাদের? সম্ভাব্য সভাপতি প্রার্থী কারা?


বিসিবির নির্বাচনের এখনো দিন-তারিখ চূড়ান্ত হয়নি। এমনিতে আগামী অক্টোবরে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে ক্রিকেট পাড়ার বড় ধরনের গুঞ্জন আছে, শেষ পর্যন্ত বোর্ড নির্বাচন নির্ধারিত সময়ের কয়েক মাস আগেও হয়ে যেতে পারে। মানে জুলাই-আগস্টের মধ্যে বিসিবির নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা প্রচুর।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও