You have reached your daily news limit

Please log in to continue


ঢাবি উপাচার্য-প্রক্টরের পদত্যাগ চায় ছাত্রদল, আন্দোলনের হুঁশিয়ারি

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রশাসন শাহরিয়ার আলম সাম্যর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তাই দুর্বৃত্তরা সাম্যকে চিরতরে শেষ করে দেওয়ার সাহস পেয়েছে।

আজ বুধবার (১৪ মে) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রদল সভাপতি বলেন, ঢাবি ক্যাম্পাস এলাকা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান তিনি। রাজপথে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেই দাবি আদায় করা হবে বলেও জানান তিনি।

রাকিব আরও বলেন, এই সময়েও ছাত্রদল নেতার মৃত্যু মেনে নেওয়া যায় না। ৭১-এর পরাজিত শক্তি ও গুপ্ত সংগঠন নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের আর কোনও নেতা হত্যার শিকার হলে ছাত্রদল সরকার পতনের আন্দোলন করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন