You have reached your daily news limit

Please log in to continue


সাম্য হত্যা: গ্রেপ্তার ৩ জন ‘বহিরাগত’, রিমান্ডে চায় পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার তিনজনকেই ‘বহিরাগত’ বলছে পুলিশ।

যারা কিছুদিন আগে মাদারীপুর থেকে ঢাকায় এসে ফার্মগেইট এলাকায় ফুটপাতে গেঞ্জির ব্যবসা শুরু করে বলে পুলিশে ভাষ্য।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, নিহত সাম্যর মেজ ভাই শরীফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন- মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।

ওসি মনসুর বলেন, "এদের মধ্যে দুইজন ঘটনাস্থলে ছিলেন বলে এমন তথ্য দিয়েছে সাম্যর বন্ধু। ওই বন্ধুই তাদের সনাক্ত করেছেন।"

এদিকে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর তৌফিক হাসান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন