You have reached your daily news limit

Please log in to continue


বদলে গেল গুগল

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল প্রায় এক দশক পর তাদের বহুল পরিচিত লোগোতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন ডিজাইনে গুগলের ইংরেজি ‘G’ (জি) লোগোকে আরও রঙিন ও সমন্বিত রূপে উপস্থাপন করা হয়েছে। যেখানে প্রতিষ্ঠানটির সিগনেচার চারটি রঙ — লাল, হলুদ, সবুজ এবং নীল নতুনভাবে একত্রে মিশে গেছে।

নতুন লোগোটির প্রথম ঝলক পাওয়া যায় চলতি বছরের ১১ মে। ওইদিন আইফোনের গুগল সার্চ অ্যাপ হালনাগাদ করার পর অনেক ব্যবহারকারী লোগোর নতুন রূপ দেখতে পান। পরদিন ১২ মে অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল অ্যাপেও বিটা সংস্করণ আপডেটের মাধ্যমে নতুন ডিজাইনটি দেখা যায়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে সব ডিভাইসে নতুন লোগো চালু হবে। শুধু মোবাইল অ্যাপ নয়, ওয়েব ব্রাউজারের ট্যাবেও নতুন 'ফ্যাভিকন' (ছোট আইকন) হিসেবে এটি প্রতিস্থাপিত হবে।

বর্তমানে বিশ্বজুড়ে আনুমানিক ৫০০ কোটিরও বেশি মানুষ গুগল ব্যবহার করে। তাই গুগলের লোগো শুধু একটি চিহ্ন নয়, বরং এটি একটি গ্লোবাল আইডেন্টিটি — যা প্রযুক্তি, তথ্য ও নিত্যদিনের ডিজিটাল অভিজ্ঞতার প্রতীক হয়ে উঠেছে। ফলে এই লোগোর যেকোনো পরিবর্তনই বৈশ্বিক প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন