You have reached your daily news limit

Please log in to continue


খালি পেটে পেঁপে খেলে কী হয়?

সুমিষ্ট ফল পেঁপে। এর রয়েছে অনেক গুণ। তবে অনেকেই খালি পেটে পেঁপে খাওয়ার নিরাময় ক্ষমতা সম্পর্কে জানেন না বা খুব বেশি গুরুত্ব দেন না। এটি কেবল হজমশক্তি বা ভিটামিন সি-এর মাত্রাই বাড়ায় না, রয়েছে আরও অনেক উপকারিতা। খালি পেটে পেঁপে খেলে তা আপনাকে নানাভাবে সুস্থ রাখতে কাজ করবে। চলুন জেনে নেওয়া যাক-

১. প্রাকৃতিক ডিটক্স

পেঁপেতে প্যাপেইন নামে একটি বিশেষ এনজাইম থাকে, তবে লিভারের স্বাস্থ্যের জন্য আসল নায়ক হলো কাইমোপাপেইন, যা খুব কম পরিচিত। সকালে খালি পেটে খাওয়া হলে এই এনজাইম লিভারের ডিটক্স চক্রকে সহায়তা করার জন্য বিটা-ক্যারোটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে কাজ করে। শরীরের ডিটক্স প্রক্রিয়া সকালে সবচেয়ে সক্রিয় থাকে এবং পেঁপে তা সঠিক দিকে ঠেলে দেয়।

২. কোলন পরিষ্কার করে

পেঁপেতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ফাইবারই থাকে যা সুসংগতভাবে কাজ করে। দ্রবণীয় ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে, অন্যদিকে অদ্রবণীয় ফাইবার পুরনো বর্জ্য পদার্থ আস্তে আস্তে বের করে দেয়। পেঁপে কোলন পরিষ্কার করতে কাজ করে, যা সকালে পেট ফাঁপাও রোধ করে।

৩. সুগার কমায়

পেঁপেতে গ্লাইসেমিক ইনডেক্স (GI) প্রায় ৬০ থাকে, যার অর্থ এটি ধীরে ধীরে সুগার ছেড়ে দেয়। প্রাকৃতিকভাবে উৎপন্ন ফ্রুক্টোজ অন্য কোনো খাবার ছাড়া খেলে তা চর্বি বা প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেটের সঙ্গে মিশে যায় না। এটি শক্তি স্থিতিশীল রাখে এবং সারা দিন ইনসুলিন সংবেদনশীলতায় সহায়তা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন