‘কোহলি-রোহিতের বিদায় ভারতের জন্য বড় ধাক্কা’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১৩:৪৯

ভারতের সবশেষ ইংল্যান্ড সফরে রোহিত শার্মা ছিলেন দুর্দান্ত ফর্মে। ভিরাট কোহলি তো সেখানে দারুণ পারফর্ম করেছেন আগেই। এবার সফরের ঠিক আগে এমন অভিজ্ঞ দুই ব্যাটসম্যানকে হারানো ভারতের সম্ভাবনায় বড় আঘাত বলে মনে করেন মইন আলি। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডারের মতে, এই দুজন না থাকায় ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা বেড়ে গেছে অনেক।


পাঁচ দিনের মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত ও সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান কোহলি। তাদের ফর্ম ও পড়তি পারফরম্যান্স নিয়ে অবশ্য আলোচনা ছিল অনেক দিন ধরে। তবে আগামী মাসের ইংল্যান্ড সফরে তাদের জায়গা নিয়ে টানাপোড়েন খুব একটা ছিল না। বরং দুজনের অভিজ্ঞতার ভরসা ছিল দল। কিন্তু দুজনই থামিয়ে দিয়েছেন সাদা পোশাকের পথচলা।


স্কাই স্পোর্টসকে মইন আলি বললেন, এমন দুজনের না থাকায় ইংল্যান্ডের আশার জায়গা এখন আরও বেশি।


“অবশ্যই এটা ইংল্যান্ডের সম্ভাবনা অনেক বাড়িয়ে দিচ্ছে। শীর্ষ মানের দুজন ক্রিকেটার, যারা আগেও কয়েকবার ইংল্যান্ড সফর করেছে, অভিজ্ঞতা তাদের আছে, এমন দুজনের না থাকা বড় ব্যাপার।”


“আমার মনে আছে, ভারত শেষবার যখন ইংল্যান্ড সফর করেছে, রোহিত খুব ভালো খেলেছে। তারা দুজন যে ধরনের মানসিকতার ক্রিকেটার, যে ধরনের নেতা তারা… দুজনই টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছে, ভারতের জন্য এটা বিশাল ক্ষতি।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও