সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার (১৩ মে) আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ উঠে এসেছে। এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র টমি পিগট।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশটির বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। এর মাধ্যমে দলটির রাজনৈতিক পরিচয় কার্যত মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতের নির্বাচন থেকেও তাদের নিষিদ্ধ করা হচ্ছে। ওই সাংবাদিক প্রশ্ন করেন যে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়টিকে কীভাবে দেখছে?
এই প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র টমি পিগট বলেন, আমরা জানি যে, যতক্ষণ না আওয়ামী লীগ এবং এর নেতাদের বিচার কার্যক্রম শেষ না হয়, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা সকল ব্যক্তির জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়াকে সমর্থন করি।