
জামায়াতের সঙ্গে এনসিপির দ্বন্দ্ব কীসে?
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একই মঞ্চে আন্দোলন করেছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দল দুটি এখন প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই দুটি দল হঠাৎ কেন দ্বন্দ্বে জড়ালো সেই প্রশ্ন জনমনে। অনেকে বলছেন, এটি তাদের রাজনীতির নয়া কৌশল হতে পারে।
সম্প্রতি এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুটি স্ট্যাটাসকে কেন্দ্র করে। যদিও একটি স্ট্যাটাস সরিয়ে ফেলেন মাহফুজ, তবে তার স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে।
এ নিয়ে এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতেও দেখা গেছে।
একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচিতে গোলাম আযমের নামে স্লোগান দেওয়া নিয়ে সমালোচনা করতেও দেখা গেছে।
ঘটনার সূত্রপাত যেভাবে
গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আন্দোলন শুরু হয় প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে। রাতেই একে একে আন্দোলনে যুক্ত হয় ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলনসহ বেশ কিছু রাজনৈতিক ও ছাত্র সংগঠন। গভীর রাতে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারা।