You have reached your daily news limit

Please log in to continue


চাকরি হলে শৌচাগার বিনা মূল্যে ব্যবহারের সুযোগ

যেকোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন, কর্মঘণ্টা ও সুযোগ-সুবিধার কথা বলা হয়। সে অনুযায়ী চাকরিপ্রার্থী আবেদন করেন। তবে চাকরিপ্রার্থীদের জন্য ‘বিনা মূল্যে শৌচাগার ব্যবহার’ ও ‘বিনা মূল্যে লিফট ব্যবহার’–এর সুবিধা দেওয়ার কথা সাধারণত বলা হয় না। সম্প্রতি চীনের একটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তিতে এ সুবিধার কথা উল্লেখ করেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘অতিরিক্ত কাজের সময় বিদ্যুৎ বিল মওকুফ’–সুবিধাকে কর্মচারীর প্রণোদনা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রথম প্রকাশ্যে আসে গত ২৯ এপ্রিল। ওই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওয়ার্কপ্লেস স্লাকারস’ নামে একটি অ্যাকাউন্ট থেকে চাকরির বিজ্ঞাপন নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়। ওই অ্যাকাউন্টের প্রায় ৪৪ লাখ অনুসারী আছেন।

পোস্টটিতে নিয়োগদাতা প্রতিষ্ঠানের নাম কিংবা নির্দিষ্ট পদ উল্লেখ করা হয়নি। তবে কাজের কিছু মৌলিক তথ্য দেওয়া হয়েছিল। এতে বলা হয়, প্রার্থীকে ফরমাশ প্রক্রিয়াকরণের কাজ করতে হবে। এ জন্য প্রার্থীকে বিস্তারিত কাজে পারদর্শী, অভিজ্ঞ এবং স্প্রেডশিট ব্যবহারের জন্য এক্সেলে দক্ষ হতে হবে।

কর্মঘণ্টা প্রতিদিন আট ঘণ্টা। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম পালা এবং বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত দ্বিতীয় পালা। দুই পালাতেই এক ঘণ্টার বিরতির কথা উল্লেখ করা হয় বিজ্ঞাপনে। শিক্ষানবিশ সময়ে প্রতি মাসে বেতন ৪ হাজার ইউয়ান (৫৫০ ডলার)। মাসে চার দিন সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিনে অফিস করলে দ্বিগুণ অর্থ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন