আশা দিল না ড. ইউনূসের বৈঠক, ফের পতন পুঁজিবাজারে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ মে ২০২৫, ০৯:০০

লাগাতার দরপতনে ধসে পড়া পুঁজিবাজার নিয়ে গত রোববার বৈঠক ডেকেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আশায় বুক বেঁধেছিলেন বিনিয়োগকারীরা; তবে বৈঠক শেষে আশাহত হয়েছেন তাঁরা।


বিশ্লেষক ও পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ৯ মাসে পুঁজিবাজার স্থিতিশীল করার ক্ষেত্রে কার্যকর কিছু দেখাতে পারেনি। এরপরও প্রধান উপদষ্টো যখন পুঁজিবাজার নিয়ে বৈঠকের উদ্যোগ নিলেন, তখন সবার ভেতরে আশা জেগেছিল, ভালো কিছু হবে। কিন্তু যেভাবে, যাদের নিয়ে তিনি বৈঠক করলেন এবং যেসব নির্দেশনা দিলেন, তাতে সবাই হতাশ হয়েছেন। বিনিয়োগকারীদের মনে আস্থাহীনতার মেঘ আরও গাঢ় হয়েছে, যার প্রভাব দেখা গেছে গতকাল মঙ্গলবারের লেনদেনে।


এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে প্রায় ১ শতাংশ। প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে। লেনদেন হয়েছে সাড়ে তিনশ কোটি টাকার কম।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) হাল একই। সার্বিক সূচক কমেছে প্রায় ৩৭ পয়েন্ট। আর লেনদেন ছিল সাত কোটি টাকার ঘরে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও