
ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫: ব্যাংক খাতের সমস্যা দূর হবে কি?
ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫ অনুসারে যেকোনো ব্যাংক টেকওভার করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক অবসায়ন, মার্জারসহ যেকোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে প্রয়োজন অনুযায়ী এই অর্ডিন্যান্স অনুসারে, যা আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধারে যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
গত শুক্রবার অন্তবর্তীকালীন সরকার ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫-এর গেজেট প্রকাশ করে। বাংলাদেশ ব্যাংককে বেসরকারি, রাষ্ট্রায়ত্ত ও বিদেশিসহ দেশের ৬১ তফসিলি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে এই অধ্যাদেশে।
বর্তমানে অন্তত এক ডজন ব্যাংকের অবস্থা নাজুক। কয়েকটি ব্যাংক কেবল কেন্দ্রীয় ব্যাংক থেকে জরুরি তারল্য সহায়তা নিয়েই টিকে আছে।
নতুন অধ্যাদেশে বাংলাদেশ ব্যাংক সংকটাপন্ন ব্যাংকের মালিকানা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে পারবে। ব্যাংক মালিকরা ব্যক্তিগত লাভের জন্য তহবিল সরিয়ে নিতে গেলে বা অন্য কোনো জালিয়াতি বা অব্যবস্থাপনা দেখা দিলে বাংলাদেশ ব্যাংক তাত্ক্ষণিক হস্তক্ষেপ করতে পারবে।
অধ্যাদেশটিতে শক্তিশালী 'ব্রিজ ব্যাংক' নিয়ন্ত্রণ ব্যবস্থার কথাও বলা হয়েছে।
এর মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান যে কোনো ব্যার্থ ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারবে। তবে এই কাঠামোর কার্যকারিতা আইনের ক্ষমতার ওপর নির্ভর করে না, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইচ্ছার ওপর নির্ভর করে অভিজ্ঞতা তা্ই বলে।