শুল্ক-কর প্রশাসনে বড় ধরনের সংস্কার আনা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে দুভাবে বিভক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুটি সংস্থা বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক দুটি বিভাগ সৃষ্টি করা হবে। গত সোমবার রাতে এ–সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছে সরকার।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগটি শুল্ক-কর আদায়ের কাজ করবে। আর রাজস্ব নীতি বিভাগ শুল্ক-কর হার বৃদ্ধি বা কমানোর বিষয়টি ঠিক করবে। দুই বিভাগই অর্থ মন্ত্রণালয়ের আওতায় কাজ করবে।
এদিকে এনবিআর বিলুপ্ত করার সরকারি উদ্যোগ নিয়ে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। আগামী তিন কার্যদিবস (বুধ, বৃহস্পতি ও রোববার) তিন থেকে পাঁচ ঘণ্টা কলমবিরতি কর্মসূচি ঘোষণা করেছে শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গতকাল বিকেলে তারা এই কর্মসূচি ঘোষণা করে।
এদিকে অর্থনীতিবিদেরা রাজস্ব খাতের এই বড় সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা মনে করেন, এই সংস্কারের ফলে কর প্রশাসনের আধুনিকীকরণ, রাজস্ব বৃদ্ধি ও ব্যবস্থাপনা আরও দক্ষ হবে।
অন্যদিকে এনবিআরের সাবেক কর্মকর্তারা মনে করেন, এই সংস্কারের ফলে রাজস্ব খাতে প্রশাসন ক্যাডারের আধিপত্য বাড়তে পারে। সীমিত হতে পারে শুল্ক-কর কর্মকর্তাদের সুযোগ।