
ছোট বোনের বস্তাবন্দী লাশ নালায় খুঁজে পেল ৯ বছরের শিশু
প্রথম আলো
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ২২:০৫
পাঁচ বছর বয়সী রোজা মনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সোমবার বেলা একটার পর থেকে নানা জায়গায় খোঁজাখুঁজি করার পর এলাকায় মাইকিংও করা হয়। এরপর রাত কেটে ভোর আসে। আবার শুরু হয় খোঁজাখুঁজি। হঠাৎ বাসা থেকে একটু দূরে একটি নালার ময়লা-আবর্জনার মধ্যে ভারী একটি বস্তা দেখতে পায় রোজার ৯ বছর বয়সী বোন আইরিন আক্তার। তারপর আরেক কিশোরী বোন সুবর্ণা আক্তারকে নিয়ে এসে সেই বস্তা টেনে তোলে তারা। বস্তার মুখ কাটার পর বেরিয়ে আসে রোজা মনির লাশ।
শিশুটির পরিবার মাত্র ১৩ দিন আগে ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় একটি টিনশেড ঘর ভাড়া নেয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সেই বাসা থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে বিজয় সরণি উড়ালসড়ক–সংলগ্ন নালা থেকে রোজা মনির লাশ উদ্ধার করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার