কাশ্মীর সংঘাত এবং ‘বয়ানের যুদ্ধ’

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ মে ২০২৫, ২২:০৩

ক্ষেপণাস্ত্র হামলা, আঘাত-পাল্টা আঘাত, সীমান্তে সাইরেনের দামামা, অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালের পতন, সব মিলিয়ে গত সপ্তাহে ভারত-পাকিস্তান উত্তেজনা সারা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। পরমাণু শক্তিধর দুই দেশের এই সংঘাত পুরোপুরি যুদ্ধে গিয়ে ঠেকতে পারে বলে উদ্বেগ বাড়ে।


তবে শনিবার মার্কিন প্রেসিডেন্টের সত্য বচনে (ট্রুথ বার্তায়) দুই দেশের অস্ত্রবিরতির খবরে স্বস্তি নেমে আসে। তবে এই স্বস্তি 'অস্বস্তিকর' সন্দেহ নেই, খচখচে স্বস্তি। আদৌ কি দুই দেশ যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে নাকি আবারও ভূস্বর্গকে ভাগ করা নিন্ত্রয়ণরেখা জ্বলে উঠবে গোলার আগুনে।


যুদ্ধবিরতি ঘোষণার পরও সেই রাতে কাশ্মীর নিয়ন্ত্রণরেখার উভয় পাশে গোলাগুলির খবর আসে। শ্রীনগর, জম্মু ও অনন্তনাগে ড্রোন এবং গুলির ঘটনা ঘটে, যার জেরে শ্রীনগরে ব্ল্যাকআউট করতে হয়। এমনকি রাজস্থান ও গুজরাট সীমান্ত থেকেও গোলাগুলির খবর আসে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রামগুলো থেকেও ভারতীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও