
চ্যাটভিত্তিক সিভি বিল্ডার চালু করলো আমি প্রবাসী
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১৯:৫২
মেশিন লার্নিং চ্যাটবটভিত্তিক সিভি বিল্ডার চালু করেছে আমি প্রবাসী প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে দ্রুত ও সহজেই তৈরি করা যাচ্ছে পেশাদার সিভি। মঙ্গলবার (১৩ মে) প্রবাসীদের নিয়ে কাজ করা ডিজিটাল প্ল্যাটফর্ম আমি প্রবাসী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ এই সিভি বিল্ডার ফিচার ব্যবহার করেছেন। এর মধ্যে ৩ হাজার ৫১২ জনের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, ২০ থেকে ৩০ বছর বয়সী ব্যবহারকারীর সংখ্যা ৩১ হাজার ৩৮৯ জন এবং প্রকৌশলীর সংখ্যা ১ হাজার ৩৩৫ জন।