পাইরেসি চেষ্টায় সুইচ ২ বন্ধ করে দেবে নিনটেনডো

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১৩:৫২

নতুন এক আপডেট আনছে নিনটেনডো। এর আওতায় কোনো ব্যবহারকারী নির্দিষ্ট কিছু নিয়ম ভঙ্গ করলে তাদের নতুন সুইচ ২ কনসোল অচল হয়ে যাবে।


নতুন আপডেটে কোম্পানিটি সতর্ক করে বলেছে, আগামী মাসে কোম্পানিটির যে কনসোলটি বাজারে আসছে, সেটিতে কেউ যদি অনুমোদনহীন সফটওয়্যার ইনস্টল করে বা কনসোলের হার্ডওয়্যার পরিবর্তন করে দ্রুত চালানোর চেষ্টা করে তাহলে তা সম্পূর্ণ বা আংশিকভাবে ‘অচল’ হয়ে যেতে পারে।


পাইরেটেড বা চোরাই গেইম খেলতে বা অনুমোদনহীন এমুলেটর চালাতে নিনটেনডো সুইচ যারা ব্যবহার করতে চান, মূলত তাদের অপকর্ম ঠেকাতেই কোম্পানিটি এ আপডেটটি এনেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।


নতুন পরিষেবার শর্তাবলীতে নিনটেনডো বলেছে, “আপনি স্বীকার করছেন, যদি ওপরের নিষেধাজ্ঞাগুলো আপনি মানতে ব্যর্থ হন তাহলে নিনটেনডো আপনার অ্যাকাউন্ট সার্ভিস বা সংশ্লিষ্ট ডিভাইসটি সম্পূর্ণ বা আংশিকভাবে অচল করে দিতে পারে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও