
ভারতের সঙ্গে সংঘাতে ১১ সেনা ও ৪০ বেসামরিক মানুষ নিহত: পাকিস্তানের আইএসপিআর
ডেইলি স্টার
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১৩:২৭
ভারতের সঙ্গে সংঘাতে হতাহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিষয়ে তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।
আজ এএফপি ও পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়।
আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়, 'ভারতের "বিনা উসকানিতে হামলার" বিরুদ্ধে পাকিস্তানকে সুরক্ষা দিতে অন্তত ১১ সেনা নিহত ও ৭৮ সেনা আহত হয়েছেন। পাশাপাশি, ভারতীয় আগ্রাসনে ১৫ শিশু ও সাত নারীসহ মোট ৪০ জন বেসামরিক মানুষ নিহত ও ১২১ জন আহত হয়েছেন।'
বিবৃতিতে নিহত সেনা সদস্যদের নাম প্রকাশ করা হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যুদ্ধ ও সংঘাত
- হতাহত