ফিলিপিন্সে মধ্যবর্তী নির্বাচন: মার্কোসের শক্তি বাড়ছে, পিছিয়ে নেই দুতের্তে

বিডি নিউজ ২৪ ফিলিপাইন প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১২:২১

ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের মিত্ররা মধ্যবর্তী নির্বাচনে সেনেটের অন্তত অর্ধেক আসনে জয়ের পথে রয়েছে; অনানুষ্ঠানিক ফলে এমনটাই দেখা যাচ্ছে।


এই নির্বাচনকে তার নেতৃত্বের প্রশ্নে গণভোট আর তার ভাইস-প্রেসিডেন্ট সারা দুতের্তের সঙ্গে তিক্ত বিবাদের ছায়াযুদ্ধ হিসেবে দেখা হচ্ছে।


রয়টার্স লিখেছে, সোমবার মেয়র, গভর্নর ও আইনপ্রণেতার ১৮ হাজার পদে নির্বাচন হলেও, সবচেয়ে বেশি নজর ছিল সেনেটের লড়াইয়ে। মার্কোস ও ভাইস প্রেসিডেন্ট সারার মধ্যে তীব্র বিবাদ এই নির্বাচনে মুখ্য হয়ে ওঠে, যা ১১ কোটি মানুষের দেশটিতে ক্ষমতার ভারসাম্য নতুন করে সাজাতে পারে।


বেশিরভাগ ভোট গণনা শেষে অনানুষ্ঠানিক ফলে দেখা গেছে, ২৪ সদস্যের সিনেটে ১২টি শূন্য পদের অর্ধেকেই মার্কোসের মিত্ররা এগিয়ে রয়েছে। ফলে সারার সঙ্গে একসময়ের শক্তিশালী জোট ভেঙে গেলেও তার নীতিগত কর্মসূচিতে সমর্থন পাওয়া সহজ হল। সারা সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মেয়ে।


বিশ্লেষকরা বলছেন, মার্কোস-সমর্থক সেনেট কেবল গুরুত্বপূর্ণ আইন পাস বা মার্কিনঘেঁষা বিদেশি নীতিতে সমর্থনই দেবে না, বরং ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী সারার রাজনৈতিক ভাগ্য নির্ধারণেও মার্কোসের প্রভাব বাড়াতে পারে। ফিলিপিন্সের সংবিধান অনুযায়ী, মার্কোস কেবল এক মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও