You have reached your daily news limit

Please log in to continue


গরমে শিশুর যত্ন

গ্রীষ্মের গরমের মাত্রা বাড়ছে দিন দিন। প্রখর রোদ, ঘাম, আর কাঠফাটা রোদ, সব মিলিয়ে গরমের পারদ বাড়িয়ে দিচ্ছে আরও কয়েকগুণ। বড়দের পাশাপাশি গরমে নাজেহাল শিশুরাও। গরমে আপনার ছোট্ট সোনামণির প্রয়োজন কিছুটা বাড়তি যত্ন।

গরমে যতটা সম্ভব শিশুকে বাইরে যাওয়া থেকে বিরত রাখুন। বাইরে গেলেই খেলাধুলা কিংবা দৌড়ঝাঁপের কারণে ঘাম হবে। আর ঘাম থেকে শিশুর বাড়বে রোগবালাই। এছাড়া ঘাম অনেক সময় পর্যন্ত শরীরে থাকলে জ্বর, সর্দি, কাশির সমস্যাও সৃষ্টি হয়। শিশু বাইরে কিংবা ঘরেও খেলাধুলার কারণে ঘেমে যায়। এ সময় শিশুর পোশাক পালটে দিন। অন্যদিকে প্রায়ই থাকে নানা দাওয়াতের পর্ব। অনুষ্ঠানে অনেকেই শিশুকে আঁটোসাঁটো পোশাক পরিয়ে নিয়ে যান। এতে করে শিশু আরও ক্লান্ত হয়ে যায় আঁটোসাঁটো পোশাক পরার কারণে। তাই শিশুকে বাইরে কোনো অনুষ্ঠানে নিয়ে গেলেও চেষ্টা করুন যতটা সম্ভব সুতি কাপড়ের ঢিলেঢালা পোশাক পরার জন্য। এতে ঘাম হলেও যেমন দ্রুত শুষে নেবে, তেমনি যথেষ্ট পরিমাণ বাতাস প্রবেশ করতে পারবে পোশাকের ভেতরের অংশে।

গরমে শিশুকে পানিপান করানো অন্যতম চ্যালেঞ্জিং বিষয়। তাই ছোট ছোট টাস্ক আঁকারে পানিপান করার বিষয়টি শিশুর সঙ্গে খেলার ছলে সেরে নিতে পারেন। শিশুর পানি পানের গ্লাস আলাদা করে রাখুন। শিশু বাইরের খাবার খাচ্ছে কিনা, সেই দিকেও লক্ষ রাখুন। বাইরের খাবারের কারণে গরমে পেট ফাঁপা, পেট খারাপ, জ্বরসহ পানিবাহিত রোগ হতে পারে। তাই কোমলপানীয় হোক কিংবা বাইরের ঠান্ডা শরবত বা আইসক্রিম না খাওয়ানো ভালো। চেষ্টা করুন শিশুকে ঘরেই তা বানিয়ে দেওয়ার জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন