টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ মে ২০২৫, ২১:০৪

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোন হত্যার ঘটনায় গ্রেপ্তার কিশোর (১৪) নিহত মরিয়ম বেগম ও সুফিয়া বেগমের আপন ছোট বোনের ছেলে বলে জানিয়েছে ডিবি। খালার বাড়িতে গিয়ে সাইকেল কেনার জন্য সে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। চুরির বিষয়টি তার মা-বাবাকে জানাতে চাইলে তখন দুই খালাকে হত্যা করে সে।


আজ সোমবার (১২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। গতকাল রোববার ঝালকাঠির নানির বাড়ি থেকে তাকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়।


নাসিরুল ইসলাম বলেন, গত শুক্রবার দুপুর ১২টার দিকে ওই কিশোর যাত্রাবাড়ীর শনির আখড়ার বাসা থেকে প্রাইভেট পড়ানোর কথা বলে বের হয়। কিন্তু সে বড় খালা মরিয়ম বেগমের শেওড়াপাড়ার বাসায় যায়। এ সময় সে লাল রঙের ক্যাপ আর মাস্ক পরে ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও