
লিচু নিয়ে যে কারণে সতর্ক থাকা প্রয়োজন
জ্যৈষ্ঠ মাস আসার আগেই আম-লিচু বাজারে আসে। এ বছর লিচু এখনো তেমনভাবে বাজারে আসেনি; তারপরও বাবা–মায়েরা মৌসুমের ফল একটু আগেভাগেই আদরের শিশুদের মুখে তুলে দিতে চান।
যশোরের মনিরামপুর পৌর এলাকার জুড়ানপুর কাজীপাড়ার ১৫ মাস বয়সী মায়াজ হাসান তার বাবার সঙ্গে বসে বিকেলে লিচু খাচ্ছিল। হঠাৎ শিশু মায়াজের গলায় লিচু আটকে যায়। মায়াজ নিশ্বাস নিতে পারছিল না। শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে আসছিল। মায়াজের বাবার দাবি, ‘আমরা দ্রুত ছেলেকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে পাঠান। যশোরে নেওয়ার পথে ছেলে মারা গেছে।’
সম্প্রতি এ রকম কমপক্ষে পাঁচটি মৃত্যুর খবর সংবাদমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। লিচুর মৌসুমে প্রতিবছর কমপক্ষে ১০০ শিশুর এভাবে মারা যাওয়ার খবর শোনা যায়। মনিরামপুরের মায়াজের মৃত্যুর খবর বাসি হওয়ার আগেই আরও মৃত্যুর খবর আসে কিশোরগঞ্জের কাটিয়াদী উপজেলা, শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে।
- ট্যাগ:
- মতামত
- লিচু
- লিচু বাগান
- লিচুতে কীটনাশক