অনলাইন প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। এরই মধ্যে ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘জেমিনি ন্যানো’ যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। গুগলের দাবি, এই মডেল ব্যবহার করে স্ক্যাম শনাক্তকরণের কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা যাবে। ভবিষ্যতে প্রযুক্তিটি অ্যান্ড্রয়েডেও চালু করা হবে।
গুগল জানিয়েছে যে জেমিনি ন্যানো যুক্ত হলে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট তৎক্ষণাৎ শনাক্ত করা যাবে। ফলে আগে কখনো দেখা যায়নি, এমন প্রতারণাও প্রতিহত করা সম্ভব হবে। ওয়েবসাইটের জটিল ও বিভ্রান্তিকর কনটেন্ট বিশ্লেষণ করার ক্ষমতা জেমিনি ন্যানোর রয়েছে, যা আমাদের নতুন ধরনের প্রতারণার কৌশল বুঝে প্রতিক্রিয়া জানানোর সুযোগ তৈরি করবে।