
পুরোনো মানেই ফেলনা নয়
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১২ মে ২০২৫, ১২:১০
বারান্দায় বসার জন্য চেয়ার কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন ব্যবহার আর ঘষে পরিষ্কার করতে করতে চেয়ারের রঙের বারোটা বেজে গেছে। যেহেতু ভেঙে যায়নি, তাই ফেলতেও মায়া হচ্ছে, তাই তো? চাইলে পুরোনো এই চেয়ারকে নতুন কোনো কাজে লাগাতে পারেন। কীভাবে?
রাঙিয়ে তুলুন
চেয়ারের রং নষ্ট হয়ে গেলে তা নতুন করে রাঙিয়ে নিতে পারেন। অনুপ্রেরণা নিতে পারেন পিন্টারেস্ট থেকে। উজ্জ্বল রং; যেমন সরষে হলুদ, ম্যাজেন্টা, টারকোয়াইজ নীলের একটি চেয়ার রোদভরা বারান্দায় রাখলে কিন্তু মন্দ লাগবে না।