যুক্তরাষ্ট্রের মিশিগানে এক ব্যক্তি একটি দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন। ওই দোকানে লটারির টিকিটও বিক্রি হচ্ছিল। কেনাকাটার ফাঁকে লটারির টিকিট দেখে তাঁর আরও একবার নিজের ভাগ্য যাচাই করে নেওয়ার ইচ্ছা জাগে। যেমন ভাবনা, তেমন কাজ। ওই ব্যক্তি কিনে ফেলেন একটি লটারির টিকিট। সেটাই যে তাঁর ভাগ্য খুলে দেবে, তা কি আর তখন তিনি জানতেন!
ওই ব্যক্তির বয়স ৫৮ বছর। তিনি মিশিগান লটারি কর্মকর্তাদের বলেন, ওয়েস্ট শিকাগো বুলেভার্দের একটি দোকান থেকে তিনি সেফ ক্র্যাকার ক্যাশওয়ার্ড টিকিট কিনেছিলেন।
লটারিজয়ের মুহূর্তের বর্ণনায় ওই ব্যক্তি আরও বলেন, ‘আমি সব ধরনের লটারির টিকিট কিনি বা খেলি। সেদিন দোকানে গিয়ে আমার যেটা চোখে পড়েছে, আমি সেটাই তুলে নিয়েছি। এভাবেই আমি সেফ ক্র্যাকার ক্যাশওয়ার্ডের টিকিট কিনি, কোনো কিছু না ভেবেই।’