
বিনিয়োগের শর্তগুলো বুঝতে হবে
দেশে বিনিয়োগের বড় খরা চলছে। এ অবস্থার কবে উন্নতি হবে তা নিশ্চিত বলা যায় না। তবে ধারণা করা হচ্ছে সময় লাগবে। দেশি-বিদেশি বিনিয়োগ আসতে আরও একটু সময় লাগবে বলে মনে হচ্ছে। বড় সংকট আস্থার। দ্বিতীয় সংকট ব্যাংকিং খাতের। তৃতীয় সমস্যা হচ্ছে জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি।
কিছুদিন আগে দেশি-বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করার জন্য ঢাকায় বেশ ভালো রকমের উন্নতমানের, তথা উপস্থাপনা বেশ চমৎকার-এমনই এক বিনিয়োগ সম্মেলন হয়ে গেল। কিছু কিছু বিনিয়োগ হয়েছে। বেশকিছু বিনিয়োগের প্রস্তাবনাও এসেছে। তবে অনেক প্রশ্ন। অনেক সমাধানের আশার বাণী শোনানো হয়েছে। ধীরে ধীরে বরফ গলবে মনে হয়।