You have reached your daily news limit

Please log in to continue


ব্যাংকের লভ্যাংশের হারে সুখবর

বাড়ছে দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণ। ব্যাংকের প্রতি আস্থা কমছে মানুষের। আমানতেও টান পড়ছে। এমন সব সমালোচনার মধ্যেও ২০২৪ সালের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪টি ব্যাংক।

ব্যাংকগুলোর মধ্যে সাতটি ব্যাংকের লভ্যাংশের হার আগের বছরের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে চারটির। তিনটির অপরিবর্তিত। এ হিসাবে লভ্যাংশ ঘোষণা করা অর্ধেক ব্যাংকের লভ্যাংশ আগের বছরের তুলনায় বেড়েছে।

বর্তমান পরিস্থিতিতে ব্যাংকগুলোর ঘোষণা করা লভ্যাংশকে সন্তোষজনক এবং বিনিয়োগকারীদের জন্য আশাব্যঞ্জক বলে অভিমত দিচ্ছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। তরা বলছেন, এখন পর্যন্ত তালিকাভুক্ত যে কয়টি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে তা বেশ সন্তোষজনক। ব্যাংকগুলোর ডিভিডেন্ট ইল্ড খুবই ভালো। লভ্যাংশ বিবেচনায় কিছু ব্যাংকের শেয়ার বিনিয়োগের জন্য খুবই উপযুক্ত।

তারা বলছেন, ব্যাংকগুলো ভালো লভ্যাংশ দিলেও সার্বিক ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। এ কারণে ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমেছে। ব্যাংকের প্রতি আস্থা বাড়ানোর জন্য ব্যাংকের খেলাপি ঋণ কমানোর দিকে নজর দিতে হবে। কীভাবে খেলাপি ঋণ কমানো যায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। খেলাপি ঋণ কমানো গেলে ব্যাংকের প্রতি মানুষের আস্থাও বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন