You have reached your daily news limit

Please log in to continue


বাউব্রেনিয়াম নামে সোশ্যাল মিডিয়া তৈরি করল বাকৃবি শিক্ষার্থীরা

বাউব্রেনিয়াম নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল শিক্ষার্থী। বাংলাদেশের ইতিহাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি প্রথম নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম এটি।

বাউব্রেনিয়াম সোশ্যাল মিডিয়ার উদ্ভাবনের নেতৃত্ব দেওয়া তিন শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী একেএম ফজলে হাসান রাব্বি নূর, মোহাম্মদ ফাহাদ হাসান ও মোহাম্মদ দিদারুল আনোয়ার আফিফ।

তারা জানান, নতুন উদ্ভাবিত এই সামাজিক যোগাযোগমাধ্যমের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং সার্বিক সহযোগিতা করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনুপ্রেরণামূলক বক্তব্য, পাশ করে যাওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত অভিজ্ঞতা ও বাস্তবিক উপদেশ সবকিছুই এই প্ল্যাটফর্মে রাখা হবে।

তারা আরও জানান, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের  একটি ডিজিটাল কমিউনিটিতে একসঙ্গে যুক্ত করার প্রয়াস থেকেই এই বাউব্রেনিয়ামের উদ্ভাবন। এটি শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে থাকবে না, এটি হবে সবার আবেগের জায়গা। ফেসবুক বা অন্যান্য মাধ্যমে বাকৃবির তথ্য ছড়িয়ে থাকলেও, একটি কেন্দ্রীয় নিজস্ব মাধ্যম কখনো ছিল না। আমরা সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন