You have reached your daily news limit

Please log in to continue


অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের

নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেনে ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছেন।

রয়টার্স ও স্কাই নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, পোপ লিও রোববার দেওয়া তার প্রথম ভাষণে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও সমস্ত ইসরাইলি বন্দির মুক্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে একটি ‘প্রকৃত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার কথা বলেছেন।

এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান স্মরণ করে পোপ লিও তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘চলমান সহিংসতা ও যুদ্ধগুলো যেন এক খণ্ড খণ্ড তৃতীয় বিশ্বযুদ্ধ’।

পোপ লিও চতুর্দশ এদিনই এই প্রথমবারের মতো সেন্ট পিটার্স ব্যাসিলিকার কেন্দ্রীয় বারান্দা ‘লজিয়া’-তে ফিরে জনসমক্ষে ভাষণ দেন। 

এর আগে গত বৃহস্পতিবার ১৩৩ জন কার্ডিনাল কর্তৃক নতুন পোপ নির্বাচনের পর এখান থেকেই প্রথম আবির্ভূত হন তিনি।

এদিন সাবলীল ইতালীয় ভাষায় কথা বলতে গিয়ে লিও ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্বে ‘অলৌকিকভাবে শান্তি’ দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন